Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

WhatsApp Image 2025 08 20 at 18.27.25

অভয়ার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা কুণালের

Bengal liberty: প্রথমে হুমকি! তারপর অভায়ার মা-বাবার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন কুণাল ঘোষ। জানা গিয়েছে, মামলা দায়ের হয়েছে ব্যাংকশাল কোর্টে।

কিছুদিন আগে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ হুমকি দিয়েছিলেন অভয়ার বাবা-মা ক্ষমা না চাইলে তিনি মামলা করবেন। ২০২৪ সালের ৯ আগস্ট একমাত্র সন্তানকে হারানোর পর টানা বিচার চেয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অভয়ার বাবা-মা।

WhatsApp Image 2025 08 20 at 18.14.57

চলতি বছরের ৯ আগস্ট মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে তাঁরা ‘নবান্ন চলো’ ডাক দিয়েছিলেন। কুনালের অভিযোগ, অভয়ার বাবা-মা বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি সেটিং করছে, তার সঙ্গে তৃণমূল নেতাও জড়িত। অভয়ার বাবা-মা আইনি নোটিশ পাওয়ার পরে জানিয়ে দিয়েছিলেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বুধবার জানা গিয়েছে অভয়ার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করছেন কুণাল।