Bengal liberty: প্রথমে হুমকি! তারপর অভায়ার মা-বাবার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন কুণাল ঘোষ। জানা গিয়েছে, মামলা দায়ের হয়েছে ব্যাংকশাল কোর্টে।
কিছুদিন আগে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ হুমকি দিয়েছিলেন অভয়ার বাবা-মা ক্ষমা না চাইলে তিনি মামলা করবেন। ২০২৪ সালের ৯ আগস্ট একমাত্র সন্তানকে হারানোর পর টানা বিচার চেয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অভয়ার বাবা-মা।
চলতি বছরের ৯ আগস্ট মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে তাঁরা ‘নবান্ন চলো’ ডাক দিয়েছিলেন। কুনালের অভিযোগ, অভয়ার বাবা-মা বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি সেটিং করছে, তার সঙ্গে তৃণমূল নেতাও জড়িত। অভয়ার বাবা-মা আইনি নোটিশ পাওয়ার পরে জানিয়ে দিয়েছিলেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বুধবার জানা গিয়েছে অভয়ার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করছেন কুণাল।
More Stories
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)
দেশের দেশের প্রধান বিচারপতি বিআর গবইয়কে ‘জুতো’ ছোড়ার চেষ্টা, লাইসেন্স বাতিল অভিযুক্ত আইনজীবীর (CJI Gavai)