Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

princep ghat

princep ghat

‘ধর্ষণের রাজধানী’-তে মাঝ গঙ্গায় ধর্ষণের অভিযোগ এক তরুণীর (princep ghat rape case)

Bengal Liberty: শহর যেন ক্রমেই ‘ধর্ষণের রাজধানীতে’ হয়ে উঠছে! এ ধরণের জঘন্য অপরাধের ঘটনা শেষ হওয়ার নামই নেই। এবার মাঝ গঙ্গায় ধর্ষণের অভিযোগ উঠল! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতিতার অভিযোগ (princep ghat rape case)

অভিযোগ, গত মার্চ মাসে সমাজমাধ্যম মারফত অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। এরপরে তাঁদের কথা বার্তা বাড়তে শুরু করে। এক সময় পর তরুণীর মনে বিশ্বাস তৈরি হয় যুবকের প্রতি। সেই বিশ্বাসেরই সুযোগ নেয় যুবক। তরুণীকে গঙ্গায় নৌকায় ঘোরানোর প্রস্তাব দেয় যুবক। ওই তরুণীও সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়ে প্রিন্সেপ ঘাটে দেখা করে অভিযুক্ত যুবকের সঙ্গে। এরপর নৌকায় ওঠায় পর তরুণীকে করে ধর্ষণ করে ওই যুবক। তরুণীকে মুখ বন্ধ রাখার হুমকি দেন যুবক। এমনকী ব্ল্যাকমেইল করে ৩৫ হাজার টাকাও ওই যুবক হাতিয়েছে বলে অভিযোগ নির্যাতনের শিকার হওয়া তরুণীর।

princep ghat rape case
princep ghat rape case

জানা গিয়েছে, বিশ্বাস বাড়ানোর জন্য তরুণী কাছে নিজেকে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দিয়েছিলেন ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, ১৪ আগস্ট নেতাজি নগর থানার দ্বারস্থ হন ওই তরুণী। তারপর থেকেই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছিল। দীর্ঘ তল্লাশির পর শেষমেষ শনিবার রাতে বেহালা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়।