Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

recruitment scam

recruitment scam

দাগি শিক্ষকদের তালিকায় তৃণমূল নেতা-কর্মীদের নামের ছড়াছড়ি (Recruitment scam)

Bengal Liberty:   নিয়োগ দুর্নীতির  দাগির তালিকায় একের পর এক  তৃণমূল নেতা-ঘনিষ্টদের নাম উঠে আসছে। কেউ তৃণমূল নেতার স্ত্রী, কেউ আবার কন্যা। কেউ আবার নিজেই স্থানীয় তৃণমূল নেতা  কিংবা কর্মী । এ ঘটনায় শোরগোল পরে গিয়েছে বিরোধী মহলে।

কোন কোন তৃণমূল নেতা-কর্মীর নাম উঠেছে? (Recruitment scam)

এসএসসির নতুন তালিকায় দেখা গিয়েছে , তৃণমূল বিধায়ক কন্যার নাম। শনিবার প্রথম দাগিদের তালিকা প্রকাশিত হওয়ার পর, চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কন্যা রোশনারা বেগমের নাম ছিল না।  পরবর্তী তালিকা বের হতেই বিধায়ক কন্যার নাম দেখা যায়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট  মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন প্রথম তালিকায় বিধায়ক কন্যার নাম ছিল না?

এছাড়াও রয়েছে দাগি চাকরিহারাদের তালিকায় রয়েছে, বারাসাত ১ ব্লক সভাপতি মহম্মদ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার নাম।

তালিকায় খানাকুলের দাপুটে তৃণমূল নেতা  বিভাস  ও স্ত্রী’র নামও রয়েছে ৩১৬ নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিভাস। তারকেশ্বরের একটি স্কুলে চাকরি করতেন তিনি বলেই খবর।

গতকালের প্রকাশিত এই দাগিদের তালিকা থেকে বাদ যায় নি  পিংলার তৃণমূল নেতার নামও। আরাজিকর কাণ্ডের সময় উঠে আসা নাম পানিহাটি বিধয়ক নির্মল ঘোষের বৌমা এই দাগি শিক্ষক বলে বলে জানা গিয়েছে। এসএসসির প্রকাশিত তালিকা থেকে তেমনটাই অন্তত স্পষ্ট।

প্রসঙ্গত, সুপ্রিম ধাক্কায় শনিবার  অবৈধ শিক্ষাকদের তালিকা প্রকাশিত করেছিল এসএসসি। এর আগের দিন অর্থাৎ শুক্রবার ভরা আদালতে কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জীকে এই তালিকা প্রকাশের আশ্বাস দেন। পাশাপাশি সেদিন তিনি শীর্ষ আদালতকে জানান, কোনও দাগিকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আদালত কড়া ভাষায় নির্দেশ দেয়, একজন দাগি শিক্ষকও আসন্ন পরীক্ষায় বসতে না পারে। সেদিকে কড়া নজর রাখা হবে। অন্যথা পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট।