Bengal Liberty: বিরোধী দলনেতার পদক্ষেপেই বিধানসভায় শুরু হল ‘সম-নিয়ম।’ মন্ত্রী থেকে বিধায়ক কেউই নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকতে পারবে না।জানিয়ে দিলেন স্পিকার।

কেন এমন সিদ্ধান্ত স্পিকারের ? (assembly)
এবার থেকে শাসকদলের বিধায়ক-মন্ত্রী কেউই বিধানসভার অন্দরে নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকতে পারবে না। এতদিন তৃণমূলের বিধয়কদের নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকার অনুমতি থাকলেও, বিরোধী দলের বিধয়কদের ক্ষেত্রে সেই অনুমতি ছিল না।
এই দ্বিচারিতার অভিযোগ তুলে হইকোর্ট-এ কিছুদিন আগে মামলা দায়ের করেছিলেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, মুখ্যমন্ত্রী বাদে এবার থেকে কোনও রাজনৈতিকদলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী বিধানসভার অভ্যান্তরে নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকতে পারবে না। আদালতের সেই নির্দেশেই আজ স্পিকার বিমানবন্দ্যোপাধ্যায় বৈঠক করে সকল রাজনৈতিক দলকে এমনটা জানিয়ে দেন।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)