Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

congress agitation

congress agitation

বিধানসভা চত্বরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা কংগ্রেস কর্মীদের (congress agitation)

Bengal Liberty: চলতি অধিবেশনের মাঝেই বিধানসভা চত্বরে তুলকালাম! রাকেশ সিংয়ের গ্রেফতারের দাবিতে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস-কর্মীরা।

পুলিশরা তাঁদের শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিলেও, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় কংগ্রেস কর্মীদের তরফে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। তাতেও বিক্ষোভকারীদের ঠান্ডা না-করা গেলে পাঁজাকোলা করে কংগ্রেস কর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ।

 

congress agitation
congress agitation

প্রসঙ্গত, গত শুক্রবার রাকেশ সিংয়ের বিরুদ্ধে কংগ্রেস দপ্তরে হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনার দিনেই সাংবাদিক বৈঠক করে আন্দোলনের ডাক দেয় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপর থেকেই রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেসের নেতা কর্মীরা।

 

সৌম আইচের বক্তব্য (congress agitation)

এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র প্রতিক্রিয়ায় জানান, পুলিশ ঠিক করে দিতে পারে না, আমারা কোথায় আন্দোলন করব। কোথায় করব না।পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে তিনি আরও বলেন, রাজ্য পুলিশ খুনী অপরাধী ধরতে ব্যর্থ।