Bengal Liberty: চলতি অধিবেশনের মাঝেই বিধানসভা চত্বরে তুলকালাম! রাকেশ সিংয়ের গ্রেফতারের দাবিতে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস-কর্মীরা।
পুলিশরা তাঁদের শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিলেও, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় কংগ্রেস কর্মীদের তরফে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। তাতেও বিক্ষোভকারীদের ঠান্ডা না-করা গেলে পাঁজাকোলা করে কংগ্রেস কর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার রাকেশ সিংয়ের বিরুদ্ধে কংগ্রেস দপ্তরে হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনার দিনেই সাংবাদিক বৈঠক করে আন্দোলনের ডাক দেয় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপর থেকেই রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেসের নেতা কর্মীরা।
সৌম আইচের বক্তব্য (congress agitation)
এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র প্রতিক্রিয়ায় জানান, পুলিশ ঠিক করে দিতে পারে না, আমারা কোথায় আন্দোলন করব। কোথায় করব না।পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে তিনি আরও বলেন, রাজ্য পুলিশ খুনী অপরাধী ধরতে ব্যর্থ।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)