Bengal Liberty: হাতে মাত্র বাকি আর কটা দিন। ক্রমেই এগিয়ে আসছে পুজো। সূত্রের খবর, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুজোর ছুটি পড়তে চলছে। সুতরাং এই ছুটি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে কোনওভাবেই এসআইআর লাগু হবে না।

নির্বাচন কমিশন সূত্রে খবর (SIR update)
বিজ্ঞপ্তি জারির পর ন্যূনতম সময় লাগে কমিশনের নির্দেশকে যথাযথভাবে কার্যকর করার জন্য।জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসে বিহারের বিধানসভা নির্বাচনের নির্ঘান্ট প্রকাশ করবে নির্বাচন। তাই সেদিকে ব্যস্ত থাকবে কমিশন। সেকারণেই এই অবহে পশ্চিমবঙ্গে কোনওভাবেই এসআইআর প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।
দেখার বিষয় হল, পুজোর মাস কাটিয়ে যদি নির্বাচন কমিশন এই রাজ্যে এসআইআর- এর বিজ্ঞপ্তি জারি করে তাহলে কি প্রতিবছরের মতো এই বছরও কি নভেম্বর মাস থেকে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হবে নাকি নির্বাচন কমিশন দুটো প্রক্রিয়া একসঙ্গে চালাবে। তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)