Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

sankar ghosh

sankar ghosh

অসুস্থ শঙ্করের খোঁজ নিলেন রাজ্যপাল (sankar ghosh)

Bengal Liberty: শারীরিক অবস্থার খোঁজ নিতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ফোন রাজ্যপালের।

governor
governor

প্রসঙ্গত, গতকাল অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিধানসভার অন্দরে। অধিবেশন চলাকালীন স্লোগান তোলার কারণ দেখিয়ে সাসপেন্ড করে দেওয়া হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এরপরই মার্শালরা তাঁকে টেনে হিচড়ে বার করে দেন। সেইসময়ই অসুস্থ হয় পড়েন শঙ্কর ঘোষ। বিধান সভার লবিতে তাঁকে শুয়ে থাকতেও দেখা যায়। তাঁর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলে বিরোধী দলনেতা অ্যাম্বুুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করান।