Bengal Liberty: পুজোর পর রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর (SIR) প্রক্রিয়া। তার আগে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, শাহের সরকারি বাসভবনে টানা ৪৫ মিনিট ধরে এই হেভিওয়েট বৈঠক। দলের সাংগঠনিক শক্তি বাড়ানো কৌশল, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এছাড়াও এসআইআর (SIR) শুরু হওয়া এবং সীমান্তবর্তী এলাকার অনুপ্রবেশ ইস্যুতে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে।

শাহকে পুজোয় আমন্ত্রণ শুভেন্দুর (Shah-suvendu meeting)
বৈঠকে পুজো উদ্বোধনের প্রসঙ্গও উঠে এসেছে।পুজোতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলনেতা। ভোটের আগে এই আমন্ত্রণ রক্ষা করে বঙ্গবাসীর মাঝে শাহ উপস্থিত হন কিনা, সেটাই দেখার।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)