Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

top three maoist killed

top three maoist killed

ভোরেই গুলিবিদ্ধ মাওবাদীদের শীর্ষনেতাসহ দুই, আরও সক্রিয় নিরাপত্তা বাহিনী (Top three maoist killed)

Bengal Liberty: মাওবাদী দমনে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। সোমবার ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর গুলিতে ঝাজরা হয়ে যায় তিন মাওবাদী নেতার দেহ। যাদের মধ্যে ছিলেন মাওবাদীদের শীর্ষনেতা সহদেব সোরেন। তার মাথার দাম প্রায় এক কোটি টাকা।

জানা গিয়েছে, মাওবাদীদের উপস্থিতির খোঁজ পেতেই সোমবার ঝাড়খন্ডের হাজিরাবাগে অভিযান চালায় কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হাজারিবাগ পুলিশের যৌথ বাহিনী। ভোর ৬ টা নাগাদ মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। গুলিবিদ্ধ হন তিন মাওবাদীনেতা। যাদের মধ্যে ছিলেন, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সরেন, রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্ঝু ওরফে রামখেলওয়ান নামের আরও দুই নেতা। সকলেই মৃত বলে ঘোষণা পুলিশের।

top three maoist killed
top three maoist killed

এ বছরেই নিহত প্রায় ২৪৫ জন মাওবাদী ( Top three maoist killed) 

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ২০২৬-এর মধ্যে নকশাল দমনের বার্তা দিয়েছেন। এরপর থেকেই সক্রিয় নিরাপত্তা বাহিনী। সরকারি তথ্য অনুসারে এ বছরেই প্রায় ২৪৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। চাপে পড়ে ইতিমধ্যেই অনেক মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সম্প্রতি আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা কিষানজির স্ত্রীও।