Bengal liberty: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৭৫- এ পা রাখলেন। এই বিশেষ মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকা রয়েছে তাবড় তাবড় রাষ্ট্র নায়কদের নাম। বাদ যাননি অভিনেতা অভিনেতা-অভিনেত্রীরাও। এমনকী বিরোধীরাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে।
দলের সর্বোচ্চ নেতা জন্মদিনে বিজেপির পক্ষ থেকেও ১৫ দিন ধরে বিশেষ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী মাসের ২ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচী। জানা গিয়েছে, নির্ধারিত দিনগুলিতে বিজেপির নেতা-নেত্রীরা দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের তৈরি পণ্যের প্রচার থেকে শুরু করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করবেন ৷
যাঁরা যাঁরা আজ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন (PM modi BIrthday)
জর্জিয়া মেলোনির শুভেচ্ছাবার্তা – ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক বরাবর নজরে পড়ার মতো। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোড়দার করার বার্তা দিয়ে তিনি লেখেন, আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করি এবং আশা রাখি ভারতকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন তিনি। একই সঙ্গে আমাদের দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।”
ট্রাম্পের অভিনন্দন – জন্মদিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। দুইদেশের মধ্যে চলা বাণিজ্যিক উত্তেজনার পরিস্থিতিতে ট্রাম্পের এই শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলে। অভিনন্দন জানানোর পাশাপাশি ইউক্রেন- রাশিয়া যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রীর ভূমিকা মনে করিয়ে তাঁকে ধন্যবাদ জানান ট্রাম্প।
রাষ্ট্রপতির শুভেচ্ছা – জন্মদিনের সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম, অসাধারণ নেতৃত্বের জন্য নতুন দিশায় হাঁটতে সক্ষম ভারত।
বিরোধী মহল থেকেও শুভেচ্ছা বার্তা – অভিষেক ব্যানার্জী, রাহুল গান্ধী, অখিলেস যাদব, মল্লিক অর্জুন খার্গে দের রাজনৈতিক ব্যক্তিত্ , যাঁরা রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রীর তীব্র বিরোধী বলে পরিচিত। তাঁদেরকেও আজ শুভেচ্ছাবার্তা জানাতে দেখে গেল প্রধানমন্ত্রীকে।ইন্ডিয়া জোটের আরও অনেকই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
বলিউড থেকেও প্রধানমন্ত্রীর উদ্দেশ্য শুভকামনা– শাহরুখ খান, আমির খান, আলিয়া ভাট, অজয় দেবগন, আয়ুষ্মান খুরানারাও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিডিও বার্তা পাঠিয়েছেন। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)