Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

calcutta university

calcutta university

সমস্যা এলে বাতিল করা হবে পরীক্ষা, অকারণে নয়। দুর্যোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তই জবাব (Calcutta university)

Bengal liberty: দুর্যোগকালে পরীক্ষা নয়, এমনই সিদ্ধান্ত জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাত। জলমগ্ন গোটা শহর। হাটু জল পেরিয়ে যাতায়াত করছে শহরবাসী। এই অবস্থায় পরীক্ষা হলে, ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়বে। পড়ুয়াদের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

calcutta university
calcutta university

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে (calcutta university)

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আজকের (২৩ সেপ্টেম্বর) সমস্ত পরীক্ষা বাতিল করা হল। স্থগিত রাখা পরীক্ষার ডেট পরে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, একমাস আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়। সমস্ত আবেদন খারিজ করে দিয়ে সিদ্ধান্তে অনড় থাকেন উপচার্য শান্তা দত্ত। পাশাপাশি বিশ্বকর্মপুজোর দিনও খোলা ছিল বিশ্ববিদ্যালয়। চালু রাখা হয়েছিল ভর্তি প্রক্রিয়া। যার কারণে ভারপ্রাপ্ত উপচার্যকে বারবার আক্রমণ করেছেন শাসক দলের ছাত্রনেতা-মন্ত্রীরা।