Bengal Liberty: লাদাখে চলতি অশান্তির আবহে সোনম ওয়াংচুকের এনজিও-র বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় সরকার। বিক্ষোভ শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ।
কেন এই পদক্ষেপ কেন্দ্রের? (Sonam Wangchuk)
জানা গিয়েছে, এফসিআরএ আইন বারবার ভাঙার অভিযোগে সোনাম ওয়াংচুকের লাইনসেন্স খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ, বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিলেন তিনি।। এবং, প্রতিবাদের নেপথ্যে রয়েছে বিদেশী ষড়যন্ত্র।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সোনাম ওয়াংচুকের উসকানিমূলক বক্তৃতার জের লাদাখের এই রক্তক্ষয়ী বিক্ষোভ। উল্লেখ্য, ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন বহু। সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই খবর।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)