Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

sonam wangchuk

sonam wangchuk

গ্রেফতার সোনম ওয়াংচুক। বিক্ষোভের নেপথ্যে কি ডিপস্টেট ষড়যন্ত্র? (sonam wangchuk arrest)

Bengal Liberty: গ্রেফতার সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে, সোনামের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে ওয়াংচুককে লেহর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলেই খবর।

এর আগে এফসিআরএ আইন ভাঙার অভিযোগে সোনামের সংস্থায় বিদেশী অনুদানের লাইসেন্স খারিজ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এর কয়েক ঘণ্টা যেতে না-যেতেই এই গ্রেফতারির ঘটনা। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, লাদাখে এই অশান্তির নেপথ্যে ডিপ স্টেট-এর ভূমিকা রয়েছে। অনেকেই যদিও নাম না-করে মার্কিন ডিপ স্টেটের দিকেই ইঙ্গিত করেছে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার জেরে নেপালে ডিপস্টেট ষড়যন্ত্র দেখা গিয়েছে। চিন সীমান্ত থেকে লাদাখও বেশি দূরে অবস্থান করছে না। এখানে সোনামের সংস্থার মাধ্যমে গুপ্তরাষ্ট্র কাজ করেছে। তাই লাদাখে এই অশান্তি। এবং, গোটাটাই নেপালের কায়দায় ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে খবর।

লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের দাবিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এই বিক্ষোভ চলছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, রক্তক্ষয়ী এই বিক্ষোভের জেরে এখনও অবধি ৪ জন নিহত এবং ৪৫ জনের বেশি আহত। যাঁদের মধ্যে ২২ জন পুলিশকর্মীও রয়েছেন।

sonam wangchuk arrest
sonam wangchuk arrest

 

কেন এই বিক্ষোভ? (sonam wangchuk arrest)

লাদাখ এপেক্স বডির যুব শাখা এই বিক্ষোভের ডাক দিয়েছে। আন্দোলনে যোগ দেওয়া ১৫ জনের মধ্যে দু’জন— সেরিং আংচুক (৭২) ও তাশি দোলমা (৬০) টানা ৩৫ দিনের অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। সেটাই সহিংসতার কারণ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন সোনম ওয়াংচুক। তাঁদের দাবি মূলত, ১) লাদাখকে রাজ্যের মর্যাদা প্রদান, ২)সংবিধানের ষষ্ঠ তফসিল প্রয়োগ, ৩) লেহ ও কারগিলের জন্য আলাদা লোকসভা আসন, ৪) চাকরিতে সংরক্ষণ।