Bengal Liberty: চতুর্থীতে কলকাতায় পারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের। এদিন কালিঘাটে পুজো দেন তিনি। অবশ্যই নেপথ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। তবে পাল্টা আক্রমণ করে ছাড়ে নি মমতার দলও। প্রথমে অভিষেক।তারপর তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা শাহকে লক্ষ্য করে জয়বাংলা স্লোগান তোলে।
এ ঘটনায় স্পষ্ট পুজোর মরশুমেও অব্যাহত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। বলাই যেতে পারে, পুজো উদ্বোধন কর্মসূচীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, অমিত শাহ আসার আগে কালীঘাটে চত্বরে তাঁর পোস্টার টানানো হয়েছিল। সেই পোস্টার সরিয়ে মমতা ব্যানার্জির পোস্টার টানিয়েছে তৃণমূলের কর্মীরা।

শাহকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান (Amit shah)
শুক্রবার সন্তোষমিত্র স্কোয়ার ও ইজ়েটসিসিতে দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন শাহ। এরপর সরাসরি কালীঘাটে পুজো দিতে চলে যান তিনি। পুজো সেরে মন্দির থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে একদল জয়বাংলা স্লোগান দিতে শুরু করে। ওই যুবকদের দিকে কারওর চোখ পড়ার আগেই চম্পট দেয় তাঁরা।
এখানেই শেষ নয়, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের সময় শাহ নির্বাচনী জয় লাভ করলে বঙ্গবাসীকে সোনার বাংলা গড়ার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁর মুখে শোনা যায়, কবিগুরু রবীন্দ্র নাথ ও বিদ্যাসাগরের অবদানের কথা। কিছু সময় যেতেই শাহকে আক্রমন শানিয়ে শাহ বলেন, ”বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহর নেতৃত্বেই। তাই তাঁর নাম নেওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত।”
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)