Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

mamata banarjee symbolic statue

mamata banarjee symbolic statue

পুজোর থিমে মুখ্যমন্ত্রীকে হটানোর বার্তা, স্মৃতি ফেরাল মুখ্যমন্ত্রীর ভাঙা পায়ের (abhijit sarkar murder case)

Bengal liberty: মুখ ঢাকা অবস্থায় মমতা ভাঙা পায়ে বসে, এমনই প্রতীকী মূর্তি এবারের থিম ভোটপরবর্তী হিংসায় খুন হওয়া বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের এলাকার দূর্গা পুজোয়। থিমের নাম ‘হীরক রানী বাই বাই’।

নিহত বিজেপি কর্মীর পরিবার জানিয়েছে, তাঁর উদ্দ্যেগেই এই পুজো শুরু হয়েছিল। অনেক উৎসাহে পাড়ার ছেলেদের সঙ্গে নিয়ে এই পুজো শুরু করেছিলেন নিহত ওই বিজেপিকর্মী। তাঁর স্মরণে আজও এই পুজো অব্যাহত। নিহতের ভাইয় বিশ্বজিৎ সরকারের কথায়, ‘মমতার বিদেয় বেলায় এই থিম যথেষ্ট প্রসঙ্গিক।’

abhijit sarkar
abhijit sarkar

উল্লেখ্য,(abhijit sarkar murder case)

২০২১-এর ভোটপরবর্তী হিংসায় নৃশংসভাবে খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তদন্তের পর সিবিআইয়ের চার্জশিটে বেলাঘাটার বিধায়ক পরেশ পাল ও স্থানীয় দুই তৃণমূল কাউন্সিলারের নাম উঠে আসে। সম্প্রতি অভিযুক্ত বিধায়ক হাইকোর্টের নির্দেশে জামিন পায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে নিহত বিজেপি কর্মীর পরিবার।