Bengal Liberty: উৎসবের মরশুমেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব-এর খবর। জানা গিয়েছে, হুগলীর গোঘাট থানার কুমার গঞ্জ গ্রামে তৃণমূলের স্থানীয় দুই নেতার মধ্যে জোর বচসা চলে তারপর হাতাহাতি শুরু হয়। যা কার্যত রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে। ঘটনাটি শুক্রবারের।
স্থানীয়রা জানায়, ওই এলাকার তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে বুথ সভাপতি মীর হানিফের সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা। অভিযোগ, এদিন হানিফ এবং তাঁর দলবল অস্ত্রশস্ত্র নিয়ে ইলিয়াসের নির্মিয়মান বাড়িতে চড়াও হয়। বাড়ি নির্মাণ কাজে বাঁধা দেওয়ার চেষ্টা চালায়। সেই সময় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

হানিফ পাল্টা ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ (Clash of Tmc groups)
হানিফ পাল্টা ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ”আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মাণের কাজে করছিল ইলিয়াস। সেকারণেই এই বাঁধা।” যার কারণে তাঁদের মারধর পর্যন্ত করা হয়েছে। জখম হয়েছে একাধিক।
স্থানীয় সূত্রে আরও খবর, আহতদের আরামবাগ সংগঠনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরিস্থিতি এখন স্থিতিশীল হলেও, এলাকায় আতঙ্কের রেশ কাটে নি।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)