Bengal liberty: পুজো শুরু হওয়ার আগে থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে কেন্দ্র করে শুরু হয় জোর বিতর্ক। এর প্রভাবই যেন পড়ল পঞ্চমীতে। ওই পুজোর এবারের থিম অপরেশন সিঁদুর। মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে আপত্তি জানায় পুলিশ। এভাবে আন্দোলন করে পুজো চালানো যায় না, পাল্টা বক্তব্য সজল ঘোষের।
শনিবার সাংবাদিক বৈঠকে সজল ঘোষ জানান, গত চার মাসে পুজো কমিটিকে চারবার চিঠি পাঠিয়েছে পুলিশ। যাতে পুজো আটকানো যায়। তাঁদের তরফে তিনটে চিঠির উত্তর দেওয়ায় হয়েছে।
কলকাতা পুলিশের বিরুদ্ধে সজলের অভিযোগ (santosh mitra square puja)

অভিযোগ, রাস্তার সিসিটিভর দায়িত্ব পুজো কমিটিকে নিতে বলছে পুলিশ। পুজোর লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্বে থাকা সংস্থাকে মুচিপাড়া থানার পুলিশ নোটিস পাঠিয়ে উদ্যোক্তাদের সঙ্গে চুক্তিপত্রের বিষয়ে জিজ্ঞাসা করেছে। এমনকী সমস্ত চুক্তিপত্রও জমার নির্দেশ দেওয়া হয়েছে।
তাঁর আরও অভিযোগ, ওই এলাকায় নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে। কারণ অনেক সিভিক ভলেন্টিয়ারই পুজো কমিটির সমর্থনে।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)