Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

North Bengal Flood

North Bengal Flood

বাংলাকে সতর্ক করল ভুটান সরকার (North Bengal Flood)

Bengal Liberty: ভুটানের ওয়াংচু নদীতে অবস্থিত তালা বাঁধ উপচে পড়ছে। ভুটান সরকারের জাতীয় জলবিদ্যা এবং আবহাওয়া কেন্দ্র (NCHM) ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন (DGPC) থেকে এই মুহূর্তে যে তথ্য পেয়েছে, তাতে একটা বিষয় স্পষ্ট, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।

জানা যাচ্ছে, তালা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খোলা যাচ্ছে না। নদীর জল বাঁধ উপচে পড়ছে। এতে খরস্রোতা নদীর জল ভুটান থেকে উত্তরবঙ্গে চলে আসবে। বিষয়টা উল্লেখ করে ইতিমধ্যে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে ভুটান সরকার। বাংলার সরকারকে আসন্ন অবস্থার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে ভুটান।

জলবিদ্যা ও আবহাওয়া কেন্দ্রের বন্যা সতর্কীকরণ বিভাগ এবং ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন যৌথভাবে পরিস্থিতির দিকে নজর রেখেছে বলে জানাচ্ছে ভুটান।

North Bengal Flood
North Bengal Flood

জল আরও বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal Flood)

ভুটান থেকে জল ঢুকে গেল শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। এদিকে, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন উত্তরকন্যায় একটাও কন্ট্রোল রুম খোলেনি। সমস্তটা নবান্ন থেকে মনিটরিং হচ্ছে। ফলে, উত্তরের বাসিন্দারা আরও বিপর্যস্ত।