Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Bihar election

Bihar election

বিহারে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের (Bihar election)

Bengal liberty : সোমবার বিহারে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। দু’দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। এবং দ্বিতীয় দফায় হবে ১১ নভেম্বর। ১৪ নভেম্বর ফল প্রকাশ।

যোগ্য ভোটাররা নতুন ভোটার তালিকায় রয়েছেন কি-না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

bihar election
bihar election

মনোনয়ন জমা দেওয়ার দিন (Bihar election)

প্রথম দফার মনোনয়ন জমা নেওয়া হবে ১০ অক্টোবর। মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়

ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা হ’ল ২০ অক্টোবর। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার তারিখ ১৩ অক্টোবর। মনোনয়ন জমার শেষদিন ২০ অক্টোবর। এবং, ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা।

এদিন সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার জানান, র‍্যাম্প এবং হুইলচেয়ার সহ ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে। পাশাপাশি, সমস্ত বুথে ওয়েবকাস্টিং করা হবে। বোরখা পরা ভোটারদের পরিচয় যাচাই করতে অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত থাকবেন।