Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Biman basu

Biman basu

বিপর্যস্ত উত্তরবঙ্গ! বামফ্রন্টের শরিক দলগুলোকে দুর্গতদের পাশে থাকার আহ্বান বিমান বসুর (Biman basu)

Bengal liberty : উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেন জনজীবন স্তব্ধ। ভয়াবহ এই পরিস্থিতিতে বামসংগঠনগুলিকে দুর্গতদের পাশে থাকার বার্তা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। তিনি জানান, ইতিমধ্যেই রেড ভলান্টিয়াররা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে।

তাঁর বক্তব্য, ”এই মূহূর্তে সবার আগে নিরাশ্রয় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। অভূক্ত মানুষের অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে। “একাজের জন্য তিনি বামফ্রন্টের সব শরিক দলকে একযোগে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আবেদন জানিয়েছেন।

Biman Basu
Biman Basu

অসহায় মানুষদের প্রতি সহমর্মি বিমানবসু (Biman basu)

অসহায় মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিমান বসু বলেন, “এই অভূতপূর্ব পরিস্থিতিতে যারা জীবন হারিয়েছেন তাঁদের পরিবারবর্গের কাছে শোক ও সমবেদনা জানানো হচ্ছে, যারা চিকিৎসাধীন রয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। এখনও পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। ভেঙে গিয়েছে বাড়ি ঘর রাস্তা ও ব্রিজ। ফসলসহ চাষের জমি জলে ডুবে গিয়েছে। চারিদিকের যাতায়াতের পথ বন্ধ। ষাটের দশকে প্রাকৃতিক দুর্যোগে একবার বহু মানুষের মৃত্যু ঘটেছিল। সম্ভবত এবারে প্রাণহানির সংখ্যা তাকেও ছাপিয়ে গেছে।”