Bengal liberty: আজ উত্তরবঙ্গে রওনা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজব তত্ত্ব, “উত্তরবঙ্গের ডিজাস্টার ম্যান মেড। ডিভিসি ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করে দিয়েছে। ঠিকমতো ড্রেজিং হলে এমনটা হত না।”
এই বক্তব্যের পর বিরোধী মহলে সমালোচনার ঝড় উঠেছে। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) মূলত পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদী অববাহিকার এলাকাকে যুক্ত করে। ফলত, উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ডিভিসির কোনও সম্পর্ক নেই। তাহলে কীভাবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য DVC-কে দায়ী করছেন?
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, মাইথন পাঞ্চেত ড্যামে জল ধরে রাখার ক্ষমতা নেই। তাহলে ড্যাম রাখার কী দরকার? প্রকৃতিক উপায়ে জল বেরিয়ে যেত। দূর্গাপুর ব্যারেজ জল ছেড়ে দিচ্ছে। আমাদের ব্রিজ থেকে শুরু করে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে।
আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনও অবধি যাঁরা আটকে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে ৪৫টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট,(North bengal flood)
গতকালের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ঘরবাড়ি, ব্রিজ খেলনার মতো ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে। এখনও অবধি ২৩ জনের খবর মিলেছে। বেসরকারিভাবে সংখ্যাটা অনেকটাই বেশি। মৃতদের পরিবাকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং একজনের হোমগার্ডের চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে, কার্নিভালে নেচে, DVC-র ঘাড়ে দোষ চাপিয়ে মুখ্যমন্ত্রী যে তাঁর ব্যর্থতাকে মানুষের সামনে উন্মোচিত করলেন, তা-আর বলার অপেক্ষা রাখে না।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)