Bengal Liberty: নিয়োগ দুর্নীতি তদন্তে বিস্ফোরক দাবি ইডির। চাকরি পাইয়ে দিতে ৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন তৃনমূল বিধায়ক। তদন্তকারী সংস্থার অনুমান, পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। টাকার লেনদেন জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত হয়েছে বলে জানিয়েছে ইডি।
অভিযোগ মানতে নারাজ জীবনকৃষ্ণ (jiban krishna saha)
প্রসঙ্গত, শনিবার ৬ দিনের ইডি হেফাজত শেষ হতেই, আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহাকে। সেই সময় সংবাদমাধ্যমকে তিনি জানান, বনেদি পরিবারের উত্তারাধিকারী তিনি। এই বিপুল পরিমাণ টাকার উৎস তাঁর ব্যবসা থকে। রাইসমিল-সহ বিভিন্নরকমের ব্যবসা রয়েছে তাঁর। আদালত চত্বরে জীবনকৃষ্ণ সাহাকে অভিযোগ করতে শোনা যায়, যে তাঁর কথা কেউ শুনছে না।

চাকরি বিক্রি টাকা ফিরত দেবেন না জীবনকৃষ্ণ, ভাইরাল ভিডিওতে সাফ জানিয়ে দেন জীবনকৃষ্ণ(jiban krishna saha)
গতকালই একটি ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে টাকা ফিরত না দিতে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে জীবনকৃষ্ণকে । ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘দাদা আপনি বললেন ৪ লাখের মধ্যে ২ লাখ ফিরত দেবে।’ উত্তরে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃনমূল বলেন, ‘টাকা কোথায় পাবো? আমার ঘরে খুঁজে নাও।’ এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই শুরু যায়। ঘটনার দিনই সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি দাগি শিক্ষকদের তালিকা প্রকাশিত করে। সেখানে ১৮০৬ জন অবৈধভাবে নিয়োগ হওয়া শিক্ষকদের নাম রয়েছে। পরেরদিন অর্থাৎ আজ দেখা যায় একাধিক তৃণমুলনেতা-কর্মীদের নাম রয়েছে সেই কমিশনের প্রকাশ করা তালিকায়।
More Stories
শীর্ষ নেতৃত্বর দায়িত্ব পালন, আক্রান্ত খগেনকে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী (Subhendu adhikari)
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)