Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Netaji

Netaji

তথাকথিত চিতাভস্ম ফিরিয়ে আনার আর্জি জানিয়ে ‘মিথ্যা’কে ‘সত্য’ প্রমাণ করছেন কেন অনিতা?(Netaji)

Bengal Liberty: আর অপেক্ষা নয়। জাপানের রেনকোজি মন্দির থেকে ফিরিয়ে আনা হোক দেশনায়কের অস্থি। এই মর্মে ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন নেতাজি কন্যা।

Netaji
Netaji

দীর্ঘদিন ধরে প্রচার চালানো হয় যে, বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। যদিও, মুখার্জি কমিশন এই তত্ত্ব খারিজ করে দিয়েছে। তাও, কোথাও গিয়ে যেন বিমান দুর্ঘটনার বিষয়টাকেই রীতিমতো মান্যতা দেওয়ার প্রচেষ্টা চলে আসছে। এই আবহে অনিতা বসু পাফের আর্জি তাৎপর্যপূর্ণ।

নেতাজি কন্যার আর্জি (Netaji)

পিতার এই চিতাভস্ম ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করছেন সুভাষ কন্যা অনিতা বসু পাফ। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে বিবৃতিও দেন তিনি। তিনি জানান, নরসিংহরাওয়ের সময় থেকে দেশনায়কের চিতাভস্ম ফিরিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর টানতে চান না তিনি। মোদি আমলে এই জটিল প্রক্রিয়ার দ্রুত সমাধান চান সুভাষ কন্যা।

রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্মটি আদৌ নেতাজির কি-না, সেটা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তাইওয়ান রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে, কোনও বিমান দুর্ঘটনাই ঘটেনি। এই পরিস্থিতিতে নেতাজি কন্যার এমন সক্রিয়তা ভাবাচ্ছে সুভাষ প্রেমীদের। বিষয়টা নিয়ে নেতাজি গবেষক সৈকত নিয়োগী ফেসবুকে লিখছেন, ‘‘নেতাজির তথাকথিত চিতাভস্ম ভারতে আনার আর্জি। খবরটা আমরা আগেই পেয়েছিলাম। তাই বাধ্য হয়েছিলাম, তাইওয়ান রিপোর্ট সামনে আনতে। আজ সাংবাদিক বরুণ সেনগুপ্ত, সংসদে সমর গুহ, চিত্ত বসু, নেতাজীর ভ্রাতুষ্পুত্র দ্বিজেন্দ্রনাথ বসু, ফরওয়ার্ড ব্লকের নেতা অশোক ঘোষ, নেতাজির গুপ্তচর ডঃ পবিত্র মোহন রায়, জয়শ্রী পত্রিকা গোষ্ঠীর সুনীল দাস-সহ অন্যান্যরা কেউ আর জীবিত নেই। তবে তাদের ভাবধারা বর্তমান প্রজন্মের মধ্যেও বইছে। অ্যানিতা ম্যাডামকে এই দ্বন্দ্ব-যুদ্ধে স্বাগত!’’