বিট্টু রায়চৌধুরী, Bengal Liberty: নেতাজি রহস্য তদন্তের ক্ষেত্রে মুখার্জি কমিশনের রিপোর্ট পার্লামেন্টে গ্রহণ করার দাবিপত্র প্রত্যাখ্যান করল প্রধানমন্ত্রীর দপ্তর (Netaji mystery unresolved)। ফরওয়ার্ড ব্লকের মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য মিতালি ঘোষ দে নেতাজি রহস্য উন্মোচন করতে প্রধানমন্ত্রী দফতরে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন। এই মর্মে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনেরও আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাইওয়ান রিপোর্টও প্রকাশের দাবি জানানো হয়েছে মিতালিদেবীর তরফে।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দফতর জানিয়েছে, এফএফআর স্বতন্ত্রতা সৈনিক সম্মান পেনশন স্কিম এই ধরনের কেস সামলায়। ফলত, দাবি পত্রটি স্বাধীনতা সংগ্রামীদের পেনশন সেলে ডেলিগেট করে দেয়া হয়েছে। অর্থাৎ, মুখার্জি কমিশনের রিপোর্ট সংসদে গ্রহণের ক্ষে

ত্রে আগ্রহ না-দেখানো এবং তাইওয়ান ফাইল প্রকাশ্যে না-আনার চেষ্টা কার্যত নেতাজি রহস্য উন্মোচন নিয়ে কেন্দ্রীয় সরকারের মনোভাব স্পষ্ট করছে।
এই বিষয়ে নেতাজি গবেষক সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্তর বক্তব্য,
‘‘নেতাজি ফাইল ডিক্লাসিফিকেশন কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিক ছিল? তাইওয়ান রিপোর্ট জনসমক্ষে আসেনি কেন?’’
বরুণ সেনগুপ্ত এবং তাইওয়ান রিপোর্ট (Netaji mystery unresolved)
সাংবাদিক এবং নেতাজি গবেষক বরুণ সেনগুপ্ত প্রথম থেকেই তাইওয়ান রিপোর্টের প্রসঙ্গ তুলে ধরেন। ১৮ অগাস্ট ১৯৪৫, বিমান দুর্ঘটনার ষড়যন্ত্র তত্ত্ব খারিজ এই রিপোর্টই একমাত্র করতে পারবে, সেটা বরুণবাবু আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন।

প্রসঙ্গত, সেই রিপোর্ট লন্ডনের আর্কাইভস থেকে বের করে এনেছেন সৈকত, সৌম্যব্রত। কিন্তু কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রিপোর্ট এবং সেই সংক্রান্ত নথিপত্র কেন প্রকাশ করছে না, প্রশ্ন উঠছে নেতাজি গবেষকদের মধ্যে। এর সঙ্গে অবশ্যই মুখার্জি কমিশনের রিপোর্ট নিয়েও সংসদের অন্দরে আলোচনার দাবি উঠেছে।
ফরওয়ার্ড ব্লকের পদক্ষেপ (Netaji mystery unresolved)
ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লকের তরফে প্রধানমন্ত্রী কাছে পুনরায় নেতাজি রহস্য উন্মোচনের জন্য দাবিপত্র পেশ করা হতে চলেছে। তার আগে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানাচ্ছেন ফ’ব-র রাজ্য নেতৃত্ব। দাবিগুলোর মধ্যে রয়েছে―
১. মুখার্জি কমিশনের রিপোর্ট পার্লামেন্ট টেবিল করতে হবে।
২. নেতাজির মৃত্যু সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে।
৩. জাপানের রেনকোজি মন্দিরে রক্ষিত তথাকথিত চিতাভস্মের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ প্রদান বন্ধ করুক।
৪. নতুন স্পেশাল ইনভেস্টিকেশন টিম গঠন করে নেতাজি রহস্য নিয়ে তদন্তকার্য শুরু করুক কেন্দ্রীয় সরকার।
চিত্ত বসু স্মারক বক্তৃতা এবং নেতাজি তদন্ত (Netaji mystery unresolved)
সম্প্রতি বারাসতে চিত্ত বসু স্মারক বক্তৃতায় নেতাজি তদন্ত সংক্রান্ত সংশ্লিষ্ট পয়েন্টগুলো উত্থাপিত হয়। তাইওয়ান রিপোর্ট নিয়ে কেন্দ্রের মৌন ভূমিকা এবং মুখার্জি কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে ফেলে রাখার বিষয়টিও এই কর্মসূচিতে উত্থাপিত হয়।
সম্পাদকের মতামত (Netaji mystery unresolved)
নেতাজি ফাইলস উন্মোচনে এত বাধা আসছে কেন? দেশের রাজধানীতে বিশালাকার মূর্তি নির্মাণ করে এবং শতাধিক ফাইল প্রকাশ্যে এনে কি আদৌ সুভাষচন্দ্র বসুর প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব? মুখার্জি কমিশনের রিপোর্ট সংসদে টেবিল করে আলোচনা না-করলে, কেন্দ্র সরকারিভাবে তাইওয়ান রিপোর্ট প্রকাশে অনিচ্ছুক হলে এই রহস্যের সমাধানসূত্র কীভাবে বেরিয়ে আসবে?
More Stories
নেতাজির চিন ফাইল প্রকাশ। মাও সেতুংয়ের লাল চিনে এশিয়ান মুক্তির স্বপ্ন দেখেছিলেন। সঙ্গী ছিলেন মত্থুরামালিঙ্গম থেবর (Netaji)
তথাকথিত চিতাভস্ম ফিরিয়ে আনার আর্জি জানিয়ে ‘মিথ্যা’কে ‘সত্য’ প্রমাণ করছেন কেন অনিতা?(Netaji)