Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Left Congress Alliance, ধর্ম-নিরপেক্ষ বাম গণতান্ত্রিক জোট ২৬-এ এসে যে রীতিমতো মুখ থুবড়ে পড়ল।

Left Congress Alliance, ধর্ম-নিরপেক্ষ বাম গণতান্ত্রিক জোট ২৬-এ এসে যে রীতিমতো মুখ থুবড়ে পড়ল।

নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) নতুন জোটে ঠাঁই পেল না বাম

Bengal Liberty: বিক্ষোভ এখনই সমাপ্ত হচ্ছে না। শেষ হচ্ছে না। স্থগিত রাখা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করবে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম। আদালত থেকে বেরিয়ে ধর্মতলায় দীর্ঘক্ষণ স্লোগান, অবস্থান করার পর নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui) বলেন, ‘আমাদের ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। পুলিশ মেরেছে। নেতৃত্ব বলছেন, আগে চিকিৎসা করতে হবে। কারণ, এই লড়াই একদিনের নয়।’

নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম

সাম্প্রতিককালে মুসলমান, আদিবাসী, দলিতরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণে পিছিয়ে পড়া একাধিক সংগঠনকে একত্রিত করে নওশাদ সিদ্দিকী কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নামে এক সংগঠনকে দাঁড় করানোর প্রচেষ্টায় আছেন। বাম জোটকে বেশি প্রাধান্য না-দিয়ে নওশাদ বা ISF-এর এই সিদ্ধান্ত যে আগামী নির্বাচনী কৌশল, তা-আর বলার অপেক্ষা রাখে না। ধর্মতলায় এই কর্মসূচি মূলত ২৬-এর পূর্বে নওশাদের ওপেনিং ছিল।

আদালত থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকী
আদালত থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকী

জানা যাচ্ছে, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের অন্দরে ISF বাদে রয়েছে― আজাদ সমাজ পার্টি, SDPI, মুসলিমলীগ, ইনসাফ পার্টি। বলে রাখা ভালো যে, রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে মিমের সঙ্গে নওশাদরা যোগাযোগ রাখতে চাইছেন না। ইতিমধ্যে মালদা, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তাদের কাজ শুরু করে দিয়েছে।

নওশাদ সিদ্দিকীর ISF-বাম জোট হবে?

আপাতত যা পরিস্থিতি, তাতে একটা বিষয় স্পষ্ট যে, বাম-ISF জোট নিয়ে খুব একটা আগ্রহী নন নওশাদ সিদ্দিকী। তাই, ২৬-এর আগে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সঙ্গে বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক জোট একে অপরের হাত ধরবে কি-না, প্রশ্ন বিস্তর।