Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

poor quality mid day meal

poor quality mid day meal

মিড ডে মিলে পচা মাংস, মানতে নারাজ প্রধান শিক্ষক (poor quality mid day meal)

Bengal liberty: মিডডে মিলে পচা মাংস রান্না ঘটনায় অসুস্থ পড়ুয়ারা (poor quality mid day meal)। অভিযোগের তীর প্রধান শিক্ষকের দিকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি প্রধান শিক্ষকের।

poor quality mid day meal
poor quality mid day meal

ঘটনাটি জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সকাল থেকে তিনি নিজে হাতে মিড ডে মিল রান্না করতে শুরু করেন। এমনকী স্কুলে বাজার করার লোক থাকা সত্বেও তিনি নাকি নিজেই বাজারে চলে যান মাংস কিনতে। এ ঘটনার পরই সন্দহ তৈরি হয় সকলের মনে। এরপর রান্নার সময় পচা মাংসের গন্ধ স্কুলের সর্বত্র ছড়িয়ে পরে। তাতেই এক এক করে অসুস্থ হয়ে যায় পড়ুয়ারা।

অভিভাবক-সহ স্কুলে কর্মরত কয়েকজনের অভিযোগ (poor quality mid day meal)

পচা মাংস আগেভাগেই জোগাড় করে রেখে ছিলেন প্রধান শিক্ষক। সকলের নজর এড়াতে তিনি নিজেই রান্না শুরু করে দেন।

সন্তানদের অসুস্থ দেখে অভিভাবেকেরা স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরই এ ঘটনার কথা প্রশাসনের কানে পৌঁছায়। শিক্ষা দফতর থেকে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাংবাদমাধ্যমকে জানান, মাংস থেকে দুর্গন্ধ বের হওয়ার সঙ্গে পড়ুয়াদের অসুস্থ হয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। অভিযোগ এক্কেবারেই ভিত্তিহীন। তাঁর দাবি, একজন পড়ুয়াও অসুস্থ হয়নি। গোটা ঘটনা সাজানো।