Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

election commission

election commission

রাজ্যের সীমান্তবর্তী জেলায় ভুয়ো-ভোটারের বারবড়ন্ত, ১০০ কেন্দ্র চিহ্নিতকরণ কমিশনের (election commission)

Bengal liberty: রাজ্যে ভুয়ো ও অবৈধ ভোটারের বারবড়ন্ত রুখতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। তালিকায় স্বচ্ছতা আনতে মোট ১০০ টি বিধানসভাকেন্দ্র শনাক্ত করেছে কমিশন। মূলত সীমান্তবর্তী জেলায় এই অতিরিক্ত ভুয়োভোটার দেখা গিয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে

 

election commission
election commission

কোন কোন জেলায় এই ভুতুরে ভোটারের অধিক্য (election commission)

কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই ২৪ পরগনায় অতিরিক্ত ভুয়োভোটারের ছড়াছড়ি। তেমনটাই নজরে কমিশনের। অন্যাদিকে দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম।এছাড়াও, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলি জেলাতেও ভোটের তালিকায় বেশ কিছু বিভ্রাট দেখা গিয়েছে।

নির্বাচনী অধিকারীকদের মতে, মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে। পাশাপাশি দুই জেলার ভোটার তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। নকল ভোটার পরিচয় পত্র সহ ভোটার কার্ডে অস্থিত্বহীন ঠিকানার মতো অস্বচ্ছতাও রয়েছে। সব মিলিয়ে ভোটের তালিকায় বড় সড় জটলা নজরে এসেছে নির্বাচন কমিশনের। আর এই জাল ভোটার নিশ্চিহ্নকরণ করতে এসআইআর প্রয়োজন, এমনটা মানতে শুরু করেছে নির্বাচনী অধিকারিকেরা।

অবৈধ ভোটার নির্মূল করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলছে। যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজ্যভিত্তিক প্রিন্ট করার পরিবর্তে কেন্দ্রীয় স্তর থেকে ডিজিটাল ফর্ম্যাটে ভোটার আইডি কার্ড ইস্যু করা।আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক।ভোটকেন্দ্রগুলিতে বায়োমেট্রিক সিস্টেম বাস্তবানের মতো প্রক্রিয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য,বিহারে এই প্রক্রিয়ার সাফল্য দেখে, নির্বাচন কমিশন বাংলা সহ কিছু রাজ্যে এই পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যেই রাজ্যগুলিতে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে।