Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

jiban krishna saha

jiban krishna saha

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণের (Jiban krishna Saha)

Bengal Liberty: আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আদালতের নির্দেশে জেল হেফাজতে থাকতে হবে শিক্ষক নিয়োগ অভিযুক্ত তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সংশ্লিষ্ট দিনে জীবনকৃষ্ণকে সশরীরে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত

Jiban krishna Saha
Jiban krishna Saha

। ৬ দিনের ইডি হেফাজত শেষে, এদিন আদালত পেশ করা হয় তৃণমূলকে। সেই সময় স্ত্রী এবং ছেলেকে দেখে ক্লান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ। আদালত চত্বরে তৃনমূল বিধায়ক দাবি করেন, এই অর্থের উৎস তাঁর দীর্ঘ দিনের ব্যবসা থেকে।

 

উল্লেখ্য,

সোমবার সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেফতার হয় তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেদিন সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ইডি অফিসাদের দরজার বাইরে দেখেই সচেতন হয়ে যান জীবনকৃষ্ণ। বাড়ির পিছনের নর্দমায় ফোন ফেলে, জঙ্গলভেদ করে পালানোর চেষ্টা করেন তিনি। একই রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৩-এ। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল সোমবার। সেবার CBI-এর সময় ছাদ থেকে দাঁড়িয়ে পুকুরে ফোন ছুড়ে ফেলেছিলেন বিধায়ক। পরবর্তীতে পুকুরের জল সরিয়ে সেই ফোন উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী অধিকারিকেরা। এবার নর্দমা থেকে ফোন উদ্ধার হয়েছে।