Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

jiban krishna saha

jiban krishna saha

চাকরি না পেয়ে হা-হা কার ব্যক্তির, টাকা ফিরত না-দিয়ে মুখ ফিরিয়ে নিলেন জীবনকৃষ্ণ, জেল হেফাজতের দিনই ভাইরাল ভিডিও (jiban krishna saha)

Bengal Liberty: চাকরি না পেয়ে আর্তনাদ এক ব্যক্তির, ‘টাকা ফেরত দিন। অন্তত চার লাখের মধ্যে দু লাখ দিন।’ জীবন কৃষ্ণের কাছে কাতর স্বরে আর্তনাদ ওই ব্যক্তির।

কেন এমন করতে হল ওই ব্যক্তিকে? (jiban krishna saha)

এই দৃশ্যেয়ের একটি ভিডিও আজ ভাইরাল হয়েছে। জীবনকৃষ্ণ বাড়ির বিলাসবহুল সোফায় আরাম করে বসে আছে। আবেদনকারী ব্যক্তি বরংবার তাঁর প্রাপ্য টাকা ভিক্ষা চাইলে, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেপরোয়া সুরে জীবনকৃষ্ণ বলেন, ‘টাকা কোথায় পাবো? আমার ঘরে খুঁজে নাও।’ এরপরেই ওই ব্যক্তি আবারও টাকার চেয়ে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণকে বলেন, ‘দাদা আপনি বললেন ৪ লাখের মধ্যে ২ লাখ দেব।’তাতেও টাকা ফিরত দিতে নারাজ অভিযুক্ত তৃণমূল বিধায়ক।

 

jiban krishna saha
jiban krishna saha

আজ অর্থাৎ আদালতের নির্দেশে জীবনকৃষ্ণের জেল হেফাজত হওয়ার দিনই এই ভিডিও প্রকাশ্যে আসতে দেখা। সকাল থেকে এই ভিডিও বিভিন্ন চ্যানেলে চলছে। আগামী ১২ সেপ্টেম্বর জীবনকৃষ্ণকে সশরীরে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।