Bengal Liberty: চাকরি না পেয়ে আর্তনাদ এক ব্যক্তির, ‘টাকা ফেরত দিন। অন্তত চার লাখের মধ্যে দু লাখ দিন।’ জীবন কৃষ্ণের কাছে কাতর স্বরে আর্তনাদ ওই ব্যক্তির।
কেন এমন করতে হল ওই ব্যক্তিকে? (jiban krishna saha)
এই দৃশ্যেয়ের একটি ভিডিও আজ ভাইরাল হয়েছে। জীবনকৃষ্ণ বাড়ির বিলাসবহুল সোফায় আরাম করে বসে আছে। আবেদনকারী ব্যক্তি বরংবার তাঁর প্রাপ্য টাকা ভিক্ষা চাইলে, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেপরোয়া সুরে জীবনকৃষ্ণ বলেন, ‘টাকা কোথায় পাবো? আমার ঘরে খুঁজে নাও।’ এরপরেই ওই ব্যক্তি আবারও টাকার চেয়ে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণকে বলেন, ‘দাদা আপনি বললেন ৪ লাখের মধ্যে ২ লাখ দেব।’তাতেও টাকা ফিরত দিতে নারাজ অভিযুক্ত তৃণমূল বিধায়ক।

আজ অর্থাৎ আদালতের নির্দেশে জীবনকৃষ্ণের জেল হেফাজত হওয়ার দিনই এই ভিডিও প্রকাশ্যে আসতে দেখা। সকাল থেকে এই ভিডিও বিভিন্ন চ্যানেলে চলছে। আগামী ১২ সেপ্টেম্বর জীবনকৃষ্ণকে সশরীরে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)