Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

zelensky

zelensky

শেষমেষ ভারতবিরোধী সুর জেলন্সকির গলায় (zelensky)

Bengal Liberty: ট্রাম্পকে একচেটিয়া সমর্থন জেলেনস্কির। অন্যদিকে, নাম না করেই প্রথমবার ভারতের বিরুদ্ধে মুখ খুললেন ইউক্রেন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, ‘রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ দেশগুলির বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিয়ে ঠিক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।’ ট্রাম্পের উদ্দেশ্য নাকি যুদ্ধবিরতি। ট্রাম্পকে সমর্থন করার নেপথ্যে এই কারণটি দর্শীয়েছেন ট্রাম্প।

zelensky
zelensky

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই প্রথম ভারতবিরোধী সুর জেলেনস্কির (zelensky)

প্রসঙ্গত, রাশিয়া থেকে ভারতের তেল কেনার অভিযোগ তুলে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে হোয়াইট হাউস।এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের নজরে ভারতের বিরুদ্ধে বড়সড় শাস্তিমূলক পদক্ষেপ। অভিযোগ, তেল বিক্রির মুনফা রাশি যুদ্ধের অস্ত্রসস্ত্র কিনতে খরচ করছে পুতিন সরকার। ভারতের মতো দেশগুলি রাশিয়ার সঙ্গে চুক্তি অব্যাহত রাখায় পরোক্ষভাবে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে। সম্প্রতি এমন অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট আরও ২৫% শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সহমত পোষণ করে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকরে জেলেন্সকি বলেন, ” আমি মনে করি রাশিয়ার সঙ্গে চুক্তি অব্যাহত রাখা দেশগুলির ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে ঠিক করেছেন ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্ট-এর এই বক্তব্য সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে।