Bengal Liberty: উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সি পি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দেশের নয়া উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য করালেন দ্রৌপদী মুর্মু। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়-সহ একধিক মন্ত্রীরা। ইস্তফা দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসেন জগদীপ ধনখড়।

বিস্তার জলঘোলা তৈরি হয় রাজনৈতিক মহলে (New vice president of India)
প্রসঙ্গত, কিছুদিন আগে হঠাৎ-ই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ দেন জগদীপ ধনখড়। এ নিয়ে বিস্তার জলঘোলা তৈরি হয় রাজনৈতিক মহলে। আজ উপ-রাষ্ট্রপতির শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতিভবনে হাজির হন তিনি।
উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি পদ ফাঁকা পড়ে থাকায় উপনির্বাচন হয়। ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বী বি সুধর্শন রেড্ডির বিরুদ্ধে লড়াই করে জয় লাভ করেন এনডিএ-র প্রার্থী রাধাকৃষ্ণন। ৪৫২ ভোট পেয়ে দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তিনি।
More Stories
শীর্ষ নেতৃত্বর দায়িত্ব পালন, আক্রান্ত খগেনকে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী (Subhendu adhikari)
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)