Bengal liberty : রাজ্যে এসআইআর হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৮ অক্টোবর রাজ্যে এসআইআর -এর নোটিফিকেশন জারি হতে হবে।কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। প্রস্তুতি খতিয়ে দেখতে ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।

প্রস্তুতি কত দূর গড়াল? (election commission)
কমিশন সূত্রে খবর, ১৮ এবং ১৯ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। বৈঠকে এসআইআর নিয়ে রাজ্যের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা হবে। তেমনটাই খবর। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন তিনি। এরপর ৩০ তারিখ দিল্লী ফিরে যাবেন।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)