Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

nitish kumar

nitish kumar

আর শিবির বদলাব না, প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি নীতীশের, ভোলবদল দেখে অবাক রাজনৈতিক মহল (Nitish kumar)

Bengal Liberty: এবারও কুর্সি বাঁচাতে মরিয়া নীতিশ। তবে শিবির না-বদলে। সর্বসম্মুখে কথা দিলেন নীতিশ, আর শিবির পরিবর্তন করবেন না তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমনটাই শোনা গেল নীতীশের মুখে। বারবার শিবির পাল্টানোর জন্য ক্ষমাপ্রার্থী হন তিনি।

Ntish kumar
Ntish kumar

কেন এমন সিদ্ধান্ত নীতীশের? (Nitish kumar)

সোমবার কলকাতায় সেনাবাহিনীর সঙ্গে মিটিং শেষ করার পর বিহারে যান প্রধানমন্ত্রী। পূর্ণিয়া বিমানবন্দরের নতুন ট্যার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন এবং সে রাজ্যের জন্য ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণার কর্মসূচী ছিল। এ ধরণের কোনও কর্মসূচীতে এলে প্রধানমন্ত্রীর মুখে সে রাজ্যের সরকারের কাজকর্মের বিষয়ে প্রশংসা শোনা যায়।
কিন্তু এবার অন্যথা ঘটল। ভাষণের সময় ঘন ঘন নীতিশের নাম নিলেন না প্রধানমন্ত্রী। এমনকী নীতিশকে বিহারের উন্নয়নের কৃতিত্ব দেননি। যা নজরে এসেছে রাজনৈতিক মহলের। প্রশ্ন উঠতে শুরু করেছে নীতীশের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও।

উল্লেখ্য, এনডিএর পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে, ক্ষমতায় এলে ফের নীতিশই মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর এমন আচরণের পর রাজনৈতিক সমীকরণের বদল ঘটেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

অন্যদিকে, আগেভাগে আঁচ করতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চালিয়েছেন নীতিশ। ভাষণ শুরুর আগে ভরা সভায় প্রধানমন্ত্রীকে হাতজোড় করে নীতীশ বলেন, ‘কথা দিচ্ছি আমি আর শিবির পরিবর্তন করব না। অতীতের ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।’