Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

(PM modi and his mother's AI video)

(PM modi and his mother's AI video)

জন্মদিনে প্রধানমন্ত্রীর মায়ের এআই জেনারটারেড ভিডিও ডিলিটের নির্দেশ পাটনা হাইকোর্টের (PM modi and his mother’s AI video)

Bengal liberty: জন্মদিনে বড় প্রাপ্তি! প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মায়ের এআই জেনারেটেড ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার নির্দেশ পাটনা হাইকোর্টের

PM modi and his mother's AI video
PM modi and his mother’s AI video

ঘটনা হল (PM modi and his mother’s AI video)

সম্প্রতি প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নাস্তানুবাদ করার উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করে বিহার কংগ্রেস। ভিডিওটিতে স্বপ্নে প্রয়াত মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেখা যায়। ছেলেকে ধমক দিয়ে তাঁর রাজনৈতিক কাজকর্মের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেহেন মোদী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় শুরু হয় রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নর্থ অ্যাভিনিউ অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির দিল্লি নির্বাচন সেলের আহ্বায়ক সংকেত গুপ্ত। কংগ্রেসের পাল্টা দাবি, ভিডিওতে তো খারাপ কিছু নেই। মা তাঁর ছেলেকে বকছেন। এটা স্বাভাবিক ঘটনা।

উল্লেখ্য, এ নিয়ে এক মাসের মধ্যে দুই বার প্রধানমন্ত্রী এবং তাঁর মাকে জড়িয়ে রাজনৈতিক বিতর্ক ওঠে। বিতর্কের সূত্রপাত বিহারে রাহুল গান্ধীর ভোটঅধিকার যাত্রা থেকে। সেইসময় এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী প্রায়ত মাকে কটূক্তি করেন। এরপরেই আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, আমার মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।