Bengal Liberty: দেবীপক্ষের প্রথম দিন থেকেই জারি হতে চলছে নতুন প্রজন্মের জিএসটি। করব্যবস্থায় বিপুল পরিমান ছাড় পেতে চলছে দেশবাসী। এই সুখবর শোনাতে জিএসটির নতুন সংস্কারণ কার্যকর হওয়ার আগের দিন অর্থাৎ মহালয়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি উৎপাদনের চাকার গতি বাড়িয়ে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন দেশবাসীকে।
বিরোধী মমতার জোরালো আক্রমণ, কেন উদ্বিগ্ন তিনি? প্রশ্ন রাজনৈতিক মহলের (modi-mamata clash)
সারাদিন পুজো উদ্বোধনের কর্মসূচীতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর ভাষণে কান পাততে ভুলে যান নি তিনি।
মোদীর এই ভাষণকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছেন। ইন্সুরেন্স থেকে জিএসটি কমানো, এসব বিষয়ে সর্বপ্রথম আমিই কথা বলি।আসল ক্রেডিট আমাদের। ভাষণ দিচ্ছে অন্য কেউ। কখনও সাইকেল দিই, ট্যাব দি রাজ্যবাসীকে। এতে কত লোকশন হয় আমাদের! তাও আমরা বলে এসেছি, বিমার টাকা যেন না বাড়ে।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)