Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Jaishankar Meets Rubio

Jaishankar Meets Rubio

ভারত-আমেরিকা চলতি টানাপোড়েনের মাঝে প্রথম সাক্ষাৎ জয়শঙ্কর-রুবিয়োর (Jaishankar Meets Marco Rubio)

Bengal Liberty: সম্প্রতি নতুন ভিসানীতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যার কোপ সরাসরি এসে পড়েছে ভারতীয় অর্থনীতিতে।
সোমবার এই বিষয়ে মার্কিন বিদেশসচিব রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চলেছেন এস জয়শঙ্কর।

Jaishankar Meets Rubio
Jaishankar Meets Rubio

কখন আলোচনা শুরু হবে (Jaishankar Meets Marco Rubio)

জানা গিয়েছে, সোমবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনের ফাঁকেই বৈঠকে বসতে পারেন তাঁরা। চলতি সময়ে ভারত ও আমেরিকার টানাপোড়েন সম্পর্কের মাঝে রুবিও ও জয়শঙ্করের সাক্ষাৎ যথেষ্ট গুরত্বপূর্ণ। ট্রাম্পের শুল্কগুঁতোর পর এটাই তাঁদের প্রথম বৈঠক।

শেষবার ওয়াসিংটন ডিসিতে কোয়াড পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে রুবিও ও জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছিল। তারপর আবার সোমবারে নিউ ইয়র্ক সিটিতে  মুখোমুখি হবেন তাঁরা। অন্যদিকে, আজই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং তাঁর প্রতিনিধি দল আমেরিয়াকায় যাচ্ছেন। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয় মসৃন করতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পীযূষ গোয়েলের নেতৃত্বাধীন বৈঠকে বসার কথা রয়েছে।