Bengal Liberty: আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন দ্বীপে (Barren Island) আবারও অগ্ন্যুৎপাতের ঘটনা। ভারতীয় উপমহাদেশের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এবং সুমাত্রা থেকে মায়ানমার পর্যন্ত দীর্ঘ আগ্নেয়গিরি শৃঙ্খলের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটি।

ব্যারেন দ্বীপের (Barren Island) অগ্নুৎপাত
বর্তমানে ব্যারেন দ্বীপটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
আগ্নেয়গিরি দ্বীপটি ভারতীয় ও বার্মিজ টেকটোনিক প্লেটের সংযোগস্থলের একটি আগ্নেয়গিরি বলয়ে দাঁড়িয়ে রয়েছে।
আচমকা এই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। লাগাতার লাভা নির্গত হচ্ছে। গোটা বিষয়টির ওপর নরজ রেখেছেন ভূ-বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, এই চত্বরের আশেপাশে পর্যটকরা যেতেন। আপাতত, সেটিও বন্ধ রাখা হয়েছে।
More Stories
অপারেশন সিঁদুর 2.0 আসন্ন জানিয়ে দিলেন ভারতীয় সেনা প্রধান (operation sindoor 2.0)
উত্তাল পিওকে! ইসলামবাদ- করাচি পর্যন্ত আন্দোলন বিস্তার, সাংবাদিক আইনজীবীদের মারধর পুলিশের (Pok protest)
আগামী সপ্তাহে তালিবান বিদেশমন্ত্রী ভারত সফরে আসবেন, ফের দুইদেশের সম্পর্কের উন্নতি ঘটার আশায় রাজনৈতিক মহল (Taliban’s Foreign Minister To Visit India)