Bengal liberty: ১.৪ কোটিরও অধিক আধার নম্বর নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই আধার নম্বরগুলির প্রত্যেকেই মৃত।

কেন এই পদক্ষেপ? (UIDAI)
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি যাদের প্রয়োজন রয়েছে। তারা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন। সেইকারণেই ইউআইডিএআই-র এই পদক্ষেপ।
ইউআইডিএআইয়ের সিইও ভুবনেশ কুমার জানান,তাঁদের লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মৃত ব্যক্তিদের প্রায় ২ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা। তিনি আরও বলেন,“মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করা প্রয়োজন। যাতে সরকারি কল্যাণ প্রকল্পগুলির বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। তাঁর কথায়, ৩৩০০–এরও বেশি সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে আধারকার্ড।”
ইউআইডিএআইয়ের আধিকারিকদের মতে, এই অভিযানের সবথেকে বড় সমস্যা হল মৃত্যুর তথ্য নিবন্ধনে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়।
প্রসঙ্গত, অতীতে একাধিকবার এমন দেখা গেছে মৃত ব্যক্তিদের নাম করে সরকারি সুবিধা নিচ্ছে অন্যকে কেউ। এই সমস্যার সমাধানের জন্য ইউআইডিএআই ধারাবাহিকভাবে প্রচার করে চলেছে। পাশাপাশি, মৃতদের আধার নম্বর এমআধার পোর্টালে রিপোর্ট করার বার্তা দিয়েছে ইউআইডিএআই।
More Stories
শীর্ষ নেতৃত্বর দায়িত্ব পালন, আক্রান্ত খগেনকে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী (Subhendu adhikari)
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)