Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Suvendu alleges police

Suvendu alleges police

বিজেপির কর্মসূচীতে আচমকাই হাজির হয়ে অশ্লীল ভাষায় হুমকি পুলিশের, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)

Bengal Liberty: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অশ্লীল ভাষা ব্যবহার করে বিজেপির কর্মসূচিতে বাঁধা দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। প্রমাণ হিসাবে ওই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমেপোস্ট করেন তিনি।

Suvendu alleges police
Suvendu alleges police

শুভেন্দু অধিকারীর অভিযোগ(suvendu adhikari)

অশ্লীল ভাষায় হুমকি দিয়ে বিজেপির কর্মসূচীতে বাঁধার চেষ্টা পুলিশের। শুক্রবার এমনই অভিযোগ করে সমাজমাধ্যমে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি জানান, মেটিয়াবুরুজ মণ্ডল ৩-এর বিজেপি কর্মীরা পুজোমণ্ডপের সামনে ছোট বুক স্টলের আয়োজন করে।পাশাপাশি এদিন আয়োজকরা গরীব দুঃখীদের জন্য বস্ত্রবিতরণ কর্মসূচিও রাখে। অভিযোগ, অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আই. সি – সুজন কুমার রায় এবং এস. আই – সেক কবির কর্মসূচীতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করে বিরোধীদলনেতা পোস্টে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা চালাক না কেন, পুলিশ দিয়ে বিজেপিকে সেবাদানের কাজে আটকানো যাবে না। পোস্টে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতা থেকে উৎখাতের বার্তাও দেন।