Bengal Liberty: শরতের ঢাকের শব্দের সঙ্গে মিলে মিশে যায় আযানের শব্দ, এই দৃশ্য পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য। ক্রমে এই দৃশ্যই যেন মলিন হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে বৈচিত্রতার মাঝে ঐক্যের সুর।

ঘটনা হল (suvendu adhikari post)
ঘটনাটি ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার। সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশের মতো ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠেছে। দূর্গাপুজোয় জারি করা হয়েছে ইসলামিক ফতোয়া। দূর্গামণ্ডপে আযানের সময়সূচি টানিয়ে দেওয়া হয়েছে। যাতে করে সেই সময় গুলিতে মণ্ডপ থেকে কোনও রকমের ঢাক কাঁসরঘন্টার শব্দ না বের হয়। সেখানে হিন্দুরা হল সংখ্যালঘু। সুষ্ঠভাবে পুজো সম্পন্ন করতে গেলে সংখ্যা গরিষ্ঠদের চাপানো নিয়ম পালন করতে হবে। নাহলেই হতে পারে বিপদ। বিধিনিষেধ না-মানলে হিন্দুদের দিকে নেমে আসতে পারে আক্রমণ। কিংবা ভন্ডুল হতে পারে পুজো। সমাজমাধ্যমে এই ঘটনার অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, “এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখা গেল।”
তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পুজো মণ্ডপে আক্রমণ ও প্রতিমা ভাংচুরের ঘটনার সাক্ষী হয়েছে রাজ্যবাসী। পর বছর ধরে মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে এই সরকার।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)