Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

sonam wangchuk

sonam wangchuk

স্বামীর গ্রেফতারি নিয়ে সরব সোনাম পত্নী, মুক্তির দাবিতে শীর্ষ আদালতের দারস্থ (Sonam Wangchuk)

Bengal liberty : সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি। স্বামীর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলায় তিনি প্রশ্ন তুলেছেন, কেন সোনামকে জাতীয় নিরাপত্তা আইন এবং সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হল? এদিন এক্সহ্যান্ডেলে মামলা দায়ের কথা জানিয়ে তিনি লেখেন, ”গ্রেফতারির আজ এক সপ্তাহ। তবুও আমার কাছে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য, আটকের আসল কারণ সম্পর্কে কোনও তথ্য নেই।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে লাদাখ থেকে গ্রেফতার কর হয় সোনামকে। যোধপুরের কারাগারে আটক অবস্থায় রয়েছন তিনি।

Sonam Wangchuk wife's post
Sonam Wangchuk wife’s post

 

সোনম পত্নীর অভিযোগ,(Sonam Wangchuk)

কোনও দোষ না -করা সত্বেও জোরজবরদস্তি তাঁর স্বামীকে দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে।নেপোথ্যে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র। তাঁর কথায়, গোপনে পাকিস্তানে যাননি সোনাম। ভারত সরকারের অনুমতিপ্রাপ্ত হওয়ার পরই পরিবেশ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। ‌