Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

election commission

election commission

বঙ্গ সফরে জ্ঞানেশ ভারতী, ৮ অক্টোবরে SIR (election commission)

Bengal liberty : রাজ্যে এসআইআর হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৮ অক্টোবর রাজ্যে এসআইআর -এর নোটিফিকেশন জারি হতে হবে।কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। প্রস্তুতি খতিয়ে দেখতে ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।

election commission
election commission

প্রস্তুতি কত দূর গড়াল? (election commission)

কমিশন সূত্রে খবর, ১৮ এবং ১৯ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। বৈঠকে এসআইআর নিয়ে রাজ্যের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা হবে। তেমনটাই খবর। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন তিনি। এরপর ৩০ তারিখ দিল্লী ফিরে যাবেন।