Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

Exemption of GST

Exemption of GST

সাশ্রয়ের উৎসবে কোন কোন পণ্যের দাম কমল, দেখে নিন এক ঝলকে (GST 2.0)

Bengal Liberty: আজ প্রথমা। সারা দেশে কার্যকর হল প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ঘোষিত নতুন প্রজন্মের জিএসটি

রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র প্রধানমন্ত্রী। নতুন এই জিএসটি পণ্যের দাম কমানোর পাশাপাশি ভারতীয় অর্থনীতিতে গতি আনবে বলে দেশবাসীকে জানান আশ্বাস প্রধানমন্ত্রীর। একইসঙ্গে স্বদেশি আন্দোলনের প্রসঙ্গ টেনে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন তিনি।

GST 2.0
GST 2.0

যেই যেই পণ্য সস্তা হল (GST 2.0)

খাদ্যপণ্য: ঘি, পনির, মাখন, কফি, কেচাপ নোনতা খাবার, কেচআপ, জ্যাম, শুকনো ফল, আইসক্রিমের দাম কমেছে।

ইলেকট্রনিক্স: টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনের দাম কমার কথা।
সিমেন্ট: ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। ফলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে খরচ কমবে।

ওষুধপত্র: ক্যানসার, জেনেটিক, রেয়ার ডিজিজ এবং হৃদরোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে কোনও জিএসটি থাকবে না। চিকিৎসার নানা সরঞ্জাম ও ডায়াগনস্টিক কিটেও জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

অটোমোবাইল: ছোট গাড়ির জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। অনেক সংস্থা গাড়ির দাম কমানোর কথা ঘোষণা করেছে। দু’চাকার যানবাহনের ক্ষেত্রেও ১৮ শতাংশ জিএসটি নামানো হয়েছে।