Bengal Liberty: অনুপ্রবেশ রুখতে প্রধানমন্ত্রীর (Modi) ওপর আস্থা শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্যর। আজ দমদমের সভা থেকে রাজ্যের সীমান্ত এলাকাগুলোর জনবিন্যাস পরিবর্তন এবং অনুপ্রেবেশ ইস্যুতে মোদির সামনে সংশ্লিষ্ট প্রসঙ্গগুলো উত্থাপন করলেন রাজ্য বিজেপির দুই নেতা।
শুভেন্দু অধিকারীর ভাষণ: (Modi)

‘‘প্রধানমন্ত্রী ডেমোগ্রাফি নিয়ে বিশেষ সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন। ৫৪০ কিলোমিটার বাংলাদেশের সীমান্ত এলাকায় কাঁটাতার দিতে দেয়নি সরকার। অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী পারবেন এই সমস্যার সমাধান করতে। বাংলার মানুষ বাঁচতে চায়। মুক্তি পেতে চান।’’
শমিক ভট্টাচার্যর ভাষণ: (Modi)
‘‘বিজেপি যতদিন থাকবে, ভারতীয় মুসলমান এবং উদ্বাস্তু হিন্দু শরণার্থীদের কোনও ক্ষতি হবে না। কিন্তু, ভারতবর্ষ ধর্মশালা নয়। দেশে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না। তৃণমূল হারতে পারে। হারবেও। বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবেই।’’
বাংলায় অনুপ্রেবেশ এবং রোহিঙ্গা ইস্যু ভোট ও জনজীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যে SIR ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই আবহে মোদির সামনে শুভেন্দু, শমিকের বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)