Bengal Liberty: দলে কোণঠাসা! নির্বাচনে প্রার্থী করা হচ্ছে না দিলীপকে (Dilip Ghosh)। অর্থাৎ, ২০২৬-এর নির্বাচনে দিলীপে সাফ ‘না’ দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের। পাশাপাশি, RSS-ও এর দিলীপের পক্ষে নেই।

বিজেপির দিলীপ কাঁটা (Dilip Ghosh)
দলের অন্দরে দিলীপের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কারণ, ভিডিও ভাইরাল, বেফাঁস মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। এই বিষয়গুলোকে সামনে রেখে বিজেপি সচেতনভাবে দিলীপকে এড়িয়ে চলছে। সেই কারণে, প্রধানমন্ত্রীর সভাতেও ডাক পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
সম্প্রতি দলের তরফে শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। কেন্দ্রীয় নেতারাও ছিলেন সেখানে। বৈঠকের মূল বিষয় ছিল― ২৬-এর রণকৌশল। সেখানে দিলীপকে নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, প্রার্থী হিসেবে দিলীপ ঘোষকে পার্টি পছন্দ করছে না। কারণ, সাম্প্রতিককালে তাঁর নানা ভূমিকা নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি করেছে। এবং, তৃণমূল আর দিলীপ ঘোষকে ‘টার্গেট’ করছে না। অর্থাৎ, যে বিরোধী নেতা শাসক দলের কটাক্ষর সম্মুখীন হন না, তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
২০২১, ২০২৪-এর নির্বাচনে দিলীপের ভূমিকা (Dilip Ghosh)
২০১৯-এর লোকসভার সময় তাঁর সক্রিয়তাকে অস্বীকার করেনি দল। কিন্তু, ২১-এর বিধানসভায় দলের জেতার মতো আবহ থাকলেও কীভাবে পরাজয়? এবং, ওই সময়ের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে, যার সত্যতা এবং নেপথ্যে থাকা ষড়যন্ত্র খতিয়ে দেখছে পার্টি। ভিডিওটি আদৌ কোনও ব্ল্যাকমেলের পার্ট কি-না, সেটাকে তদন্ত করছে বিজেপি।
আসন্ন নির্বাচনে এসবের প্রভাব পড়ল দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে। ফলে, তাঁর যে এবার আর প্রার্থী হওয়া হচ্ছে না, তা কার্যত নিশ্চিত।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)