Bengal Liberty: ২৮ মাস পর মণিপুর সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Manipur visit 2025)। রাজ্যে চলমান গোষ্ঠীহিংসার আবহে শনিবার দুপুরে মিজোরাম থেকে বিমানে ইম্ফল পৌঁছন তিনি। সেখান থেকে প্রথমে হেলিকপ্টারে চুরাচান্দপুর যাওয়ার পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে সড়কপথে সেখানেই পৌঁছন প্রধানমন্ত্রী। চুরাচান্দপুরে সভা করে প্রায় ৭,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

মণিপুরের উন্নয়ন?
এদিন মণিপুরে সড়ক এবং রেল যোগাযোগ আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন মোদি। একইসঙ্গে শান্তির বার্তাও দেন। মোদীর কথায়, ‘আমি সব সংগঠনের কাছে অনুরোধ করছি, আপনারা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শান্তির পথে আসুন। মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করে চলেছে।’ চুরাচান্দপুর পৌঁছেই প্রধানমন্ত্রী গোষ্ঠীহিংসায় বাস্তুচ্যুত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মে এই জেলা থেকেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল মণিপুর জুড়ে। মেইতেই সম্প্রদায়ের তফসিলি জনজাতি স্বীকৃতির দাবির বিরোধিতা করে কুকি গোষ্ঠী আন্দোলনে নামায় সংঘর্ষ শুরু হয়। তাই চুরাচান্দপুরে মোদির সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
চুরাচান্দপুরের পর ইম্ফল উপত্যকায় প্রধানমন্ত্রী। সেখানেও বাস্তুচ্যুত মানুষের সঙ্গে দেখা করেন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
More Stories
আগামীকাল এসআইআর নিয়ে বড় বৈঠক (SIR Update)
গুরুতর জখম খগেন মুর্মু, স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস (national commission for scheduled tribes)
চোখের নীচের হাড়ে গুরুতর চোট খগেন মুর্মুর, অস্ত্রোপচারের সম্ভবনা (khagen murmu)