Bengal liberty

স্বাধীন সাংবাদিকতার ব্রত নিয়ে Bengal Liberty-র যাত্রা অব্যাহত।

operation sindoor 2.0

operation sindoor 2.0

অপারেশন সিঁদুর 2.0 আসন্ন জানিয়ে দিলেন ভারতীয় সেনা প্রধান (operation sindoor 2.0)

Bengal liberty: এবার পালা অপরেশন সিঁদুর 2.0 – এর । সন্ত্রাসের আঁতুড় ঘরকে ভাঙতে সেনাদের প্রস্তুত থাকার বার্তা আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর।

শুক্রবার রাজস্থানের অনুপগড়ের এমডির ঘড়শানা গ্রামের এক আর্মি ক্যান্টনমেন্টে উপস্থিত হয়ে তাঁর ভাষণ, ‘ভারত পুরোপুরি তৈরি। এবং, এবার ভারতীয় সেনা কোনও রকমের সংযোম রাখবে না। যা অপারেশন সিঁদুর 1.0 এর সময় রেখেছিল। এবার এমন কিছু করব, যাতে করে পাক সেনা ভাবতে বাধ্য হয় যে, ইতিহাস ভূগোলে দেশটির অস্থিত্ব রাখতে চায় কি-না তারা।

operation sindoor  2.0
operation sindoor 2.0

পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনা প্রধানের (operation sindoor 2.0)

হুংকারের সুরে দ্বিবেদী আরও বলেন, ভূগোল ম্যাপে দেশটির অস্থিত্ব টিকিয়ে রাখতে চাইলে সে দেশের সরকারকে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ করতে হবে।

শেষে ঈশ্বরের নাম স্মরণ করে সেনাদের প্রস্তুতির বার্তা দিয়ে তিনি বলেন, ”ঈশ্বর চাইলে খুব তাড়াতাড়ি সেই দিন আসবে। আপনারা প্রস্তুত থাকুন।”